খোশবু ওয়ালা রাগ
(ডাইরির পাতা থেকে...)
দিন গুলো কিভাবে যেনো ফুরিয়ে যাচ্ছে, টেরই পাচ্ছি না!এই তো গতো কালকের কথা, সকালের দিকে হঠাৎ দেখি বাবা কল করেছেন। রিসিভ করা মাত্রই বাবা রেগে গেলেন আমার ওপর!
কিরে! তিন সপ্তাহ হয়ে গেছে! এখনো বাসায় আসছিস না কেনো! আমাদের একেবারে ভুলে গেলি নাকি!
বাবার কথা শুনে আমি তো পুরাই বোকা বনে গেলাম,
এই তো সেদিন না মাদরাসায় এসেছি এরই মধ্যে তিন সপ্তাহ হয়ে গেলো!
আমি শান্ত ভাবে বাবাকে উত্তর দিলাম,
আসলে বাবা আমাদের অল্প কিছু দিন পরেই সেমাহি (প্রথম সাময়িক) পরিক্ষা, তাই পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত ছিলাম! আর মার সাথে তো দুদিন আগেও কথা হয়েছে, এবার বাবা কিছুটা শান্ত হলেন।
থাক! আর অজুহাত দেখানো লাগবে না! তোর মা তোকে দেখার জন্য পাগল হয়ে গেছে! আর হবে নাই বা কেনো, শত হলেও তুই আমাদের একমাত্র সন্তান! বাবা তো এখনো হসনি, তাই আমাদের যন্ত্রণাটাও বুঝিস না! যখন বাবা হবি তখন ঠিকই বুঝবি! আজই ছুটি নিয়ে বাসায় চলে আয়!
বলা বাহুল্য আমি নারায়ণগঞ্জ শহরে একটি মাদরাসায় পড়ি আর আমার বাসা হলো ঢাকায়
তো যাই হোক, আমি বাবার এমন খোশবু ওয়ালা রাগ দেখে মোহিত হলাম, মুচকি হেসে উত্তর দিলাম
জ্বি আচ্ছা, আমি আজই বিকেলে ছুটি নিবো ইনশাআল্লাহ! এবার বাবা বললেন,
হ্যাঁ হ্যাঁ তারাতারি চলে আয়! পারলে আরো আগে রওনা দিস!
আমি আবারো মুচকি হাসলাম, সালাম জানিয়ে কথা শেষ করলাম।
প্রিয় কবি সৈয়দ আলি আহসানের একটি কবিতা মনে পরে গেলো তখন:
এক দুই করে দিন শেষ হয়
কতো বার যেনো গননা নেই
সকাল ফুরায়, বিকেল ফুরায়,
পলক ফেলতে না ফেলতেই...
দিন গুলো কিভাবে যেনো ফুরিয়ে যাচ্ছে, টেরই পাচ্ছি না!এই তো গতো কালকের কথা, সকালের দিকে হঠাৎ দেখি বাবা কল করেছেন। রিসিভ করা মাত্রই বাবা রেগে গেলেন আমার ওপর!
কিরে! তিন সপ্তাহ হয়ে গেছে! এখনো বাসায় আসছিস না কেনো! আমাদের একেবারে ভুলে গেলি নাকি!
বাবার কথা শুনে আমি তো পুরাই বোকা বনে গেলাম,
এই তো সেদিন না মাদরাসায় এসেছি এরই মধ্যে তিন সপ্তাহ হয়ে গেলো!
আমি শান্ত ভাবে বাবাকে উত্তর দিলাম,
আসলে বাবা আমাদের অল্প কিছু দিন পরেই সেমাহি (প্রথম সাময়িক) পরিক্ষা, তাই পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত ছিলাম! আর মার সাথে তো দুদিন আগেও কথা হয়েছে, এবার বাবা কিছুটা শান্ত হলেন।
থাক! আর অজুহাত দেখানো লাগবে না! তোর মা তোকে দেখার জন্য পাগল হয়ে গেছে! আর হবে নাই বা কেনো, শত হলেও তুই আমাদের একমাত্র সন্তান! বাবা তো এখনো হসনি, তাই আমাদের যন্ত্রণাটাও বুঝিস না! যখন বাবা হবি তখন ঠিকই বুঝবি! আজই ছুটি নিয়ে বাসায় চলে আয়!
বলা বাহুল্য আমি নারায়ণগঞ্জ শহরে একটি মাদরাসায় পড়ি আর আমার বাসা হলো ঢাকায়
তো যাই হোক, আমি বাবার এমন খোশবু ওয়ালা রাগ দেখে মোহিত হলাম, মুচকি হেসে উত্তর দিলাম
জ্বি আচ্ছা, আমি আজই বিকেলে ছুটি নিবো ইনশাআল্লাহ! এবার বাবা বললেন,
হ্যাঁ হ্যাঁ তারাতারি চলে আয়! পারলে আরো আগে রওনা দিস!
আমি আবারো মুচকি হাসলাম, সালাম জানিয়ে কথা শেষ করলাম।
প্রিয় কবি সৈয়দ আলি আহসানের একটি কবিতা মনে পরে গেলো তখন:
এক দুই করে দিন শেষ হয়
কতো বার যেনো গননা নেই
সকাল ফুরায়, বিকেল ফুরায়,
পলক ফেলতে না ফেলতেই...
masallah sundor hoyece...!
ReplyDelete